প্রশিক্ষণ ও সেমিনার
—————————————-
প্রশিক্ষণ ও সেমিনার · সৃজনশীল পদ্ধতির উপর প্রশিক্ষণ কর্মসূচি-২০১৯, DGHS পরিচালিত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ , ইংরেজি ভার্সন শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম–২০১৯ ।
ক্রীড়া ও সাংস্কৃতিক
—————————————
ক্রীড়া ও সাংস্কৃতিক · আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০১৯, ফুটবল প্রতিযোগিতা-২০১৯, আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতা–২০১৯,
শিক্ষা সফর ও বনভোজন
————————————-
২০১২-‘১৩ শিক্ষাবর্ষে বিএসএস (সম্মান) অর্থনীতি বিষয়ে শিক্ষাদান শুরু হয়েছে। ২০০৪ সাল হতে …. উক্ত কোর্সসমূহে বিভিন্ন পর্বে ছাত্র/ছাত্রীদের সার্বিক উন্নয়নের দায়িত্ব পালনের জন্য বিভিন্ন পর্বের প্রতি সেকশন/বিভাগের জন্য এক বা একাধিক গাইড টিচারের ব্যবস্থা রয়েছে। ৩. কোর্সের বিবরণ. ৩.১. …… (ছ) শিক্ষা সফর : সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে ছাত্রছাত্রীদের হাতে-কলমে শিক্ষা দেয়ার জন্য শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে। ঢাকা সিটি কলেজে …… সাচিবিকবিদ্যা ফি (উচ্চ মাধ্যমিক যাদের জন্য প্রযোজ্য). ৬০০.০০.
নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
—————————————————–
প্রতিবছর শিক্ষাবর্ষের শুরুতে শিশু শ্রেণি ও একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয় । এতে সাধারণত প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকেন কলেজ অধ্যক্ষ। অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং শ্রেণিশিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাকে ছাত্র-ছাত্রীদের সাথে পরিচয় করে দেন।