একদল দক্ষ ও আদর্শ নার্স তৈরীর মহান উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষা নগরী রাজশাহীর প্রান কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে বনলতা নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। এখানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাতে কলমে প্রশিক্ষনের সুবিধা পাবে। বর্তমানে নার্সদের সরকারী ভাবে ২য় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে কাঙ্খিত যোগ্যতানুসারে একটি চাকুরী প্রাপ্তি আমাদের দেশের সর্বোচ্চ ডিগ্রীধারী লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের কাছে আজ সোনার হরিণ। প্রতিযোগিতা মূলক চাকুরীর বাজারে নার্সিং পেশার রয়েছে অবারিত সুযোগ দেশে ও বিদেশে রয়েছে চাকুরীর অপার সম্ভাবনা। একদল আদর্শ ও সুদক্ষ নার্স তৈরী করার আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে যারা দেশে এবং বিদেশে আর্ত মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।