1. bosssohel693@gmail.com : 01872751501 :
  2. aaa@aaa.co : aaa :
  3. admin@seo.ithostpark.com : admin :
  4. nibanalata@gmail.com : Banalata Nursing : Banalata Nursing
  5. koli@gmail.com : koli :
  6. nadim@gmail.com : nadim :
  7. rafinadim@gmail.com : rafi :
  8. sabbir7561@gmail.com : sabbirkhan :
  9. sukrafi@gmail.com : suktara :
  10. suraiya@gmail.com : suraiya :
ভর্তি তথ্য - Banalata Nursing & Midwifery Institute

ভর্তি তথ্য

ভর্তি সংক্রান্ত তথ্যঃ
* ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)
* ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)
* এস.এস.সি/ সমমানের  ২০২০, ২০২১ অথবা ২০২২ সালের পরীক্ষায় এবং এইচ.এস.সি/ সমমানের ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে পরীক্ষায় পাশ হতে হবে।
* এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় নূন্যতম ৩.০০ থাকতে হবে এবং দুটি পরীক্ষায় জিপিএ যোগফল ৬.০০ এর নিচে হওয়া যাবে না।
* প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে।
* শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ হতে হবে।
* বি.এন.এম.সি কর্তৃক লিখিত পরিক্ষায় অবশ্যই কৃতকার্য হতে হবে।

আবেদন পত্র সংগ্রহ ও জমাদানঃ
অত্র প্রতিষ্ঠান থেকে নগদে অথবা বনলতা নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট, রাজশাহী এর অনুকুলে “রুপালী ব্যাংক লিঃ” লক্ষীপুর, রাজশাহী শাখায় বাংলাদেশের যে কোন শাখা হতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ ডিপ্লোমা ইন  মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/- (পাচঁশত) টাকা মূল্যের (অফেরত যোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দেখিয়ে আবেদন পত্র সংগ্রহ করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন পত্রটি অত্র ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ( সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০) নির্দিষ্ট তারিখের মধ্যে স্ব-শরীরে জমা দিতে হবে।

ভর্তির সময় নিম্নোক্ত কাগজ পত্র জমা দিতে হবেঃ
* পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
* বি এন এম সি কর্তৃক ভর্তি পরীক্ষার ফলাফল কপি।
*এস.এস.সি / সমমান ও এইচ এস সি / সমমান পরীক্ষায় মূল্য সার্টিফিকেট ও নম্বর পত্র সত্যায়িত ফটোকপি
* সত্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
* নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র
* জাতীয় পরিচায় পত্র ও জন্ম সনদের ফটোকপি।

©  Banalata Nursing & Midwifery Institute
সকল কারিগরী সহযোগিতায়: Dianait.com